তাপস মজুমদার(কালিগঞ্জ-সাতক্ষীরা)প্রতিনিধিঃ
ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে,নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র বাস্তবায়নে রবিবার (২১ মে) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ হল রুমে বাঁধ রক্ষা কমিটির সদস্যদের সাথে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
নারী নেতৃত্বাধীন সিএসও দের অংশগ্রহণমুলক জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প,ফেজ-২ আওতায় বাঁধ রক্ষা কমিটির সদস্যদের সাথে ওরিয়েন্টেশন সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির মহিলা সদস্য ও ১নং কৃষ্ণনগর (ইউপি) চেয়ারম্যান সাফিয়া পারভীন। তিনি বলেন বাঁধরক্ষা কমিটির কথা স্থানীয় শাসন ব্যবস্থার সবচয়ে কার্যকরী প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরষিদ। স্থানীয় পর্যায়ে সুশাসন ও উন্নয়নের প্রধান শর্তই হচ্ছে অধকি ক্ষমতায়ন ও দায়িত্বশীল ইউনয়িন পরষিদ।
তিনি আরো বলেন” প্রতটি ইউনিয়ন পরিষদ ১জন চেয়ারম্যান ও ১২ জন সদস্য নিয়ে গঠিত হয়, যার মধ্যে ৯জন সাধারন আসনের সদস্য ও ৩জন সংরক্ষতি মহিলা আসনের সদস্য।
স্থানীয় সরকারকে শক্তশালী ও দায়িত্বশীল করণরে মাধ্যমে যেমন দ্রূত স্থানীয় পর্যায়ে যাবতীয় সমস্যার সমাধান এবং সরকারের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে তেমনি জনসাধারণকে যদি উন্নয়নের ধারার সাথে সামিল করা যায় তবে ইউনিয়ন পরিষদের পাশা পাশি ভূক্তভোগী জনসাধারণ ও সুশীল সমাজ গতিশীল আচরণ করবে।
স্থানীয় ভূক্তভোগী জনসাধারণ ও সুশীল সমাজ যতবেশী সচেতন হবে-আমাদের উন্নয়ন যাত্রা ততবেশী উদ্ধমূখী হবে।
PAR প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে লিঙ্গ সমতায়নকে প্রাধান্য দিয়ে দূর্যোগ ঝুকি হ্রাস কার্যক্রমে স্থানীয় লোকজনের অংশগ্রহণকে তরান্বিত করা, নারী নেতৃত্বয়ণকে উৎসাহ প্রদান করা।
আমাদের দেশে স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে প্রশিক্ষণ, অনুদান প্রদানে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান কাজ করছে। টেকসই উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় সরকার গুরুত্ব ভুমিকা পালন করে থাকে।বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামোর সবচেয়ে নিম্মতর কাঠামো হচ্ছে ইউনিয়ন পরিষদ।
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কার ও নদীর পাড়ে গাছ লাগানো ইত্যাদি বিষয়কে দৃষ্টি আকর্ষন করে ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী শাহ ইলিয়াস,নুরুল হক, মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র চেয়ারপার্সন ছকিনা পারভীন, ইউপি সদস্য জি. এম. জবেদ আলী, সাইফুর রহমান, মোঃ ইউছুফ আলী, মোঃ নূর হোসেন, মোঃ জামাল ফারুক, রুহুল কুদ্দুস গাজী, মোঃ আব্দুল গফফার, মোছাঃ রাশিদা খলিল ১,২,৩ আসনের মহিলা সদস্য, মোছা: সাজিদা খাতুন ৪,৫,৬ আসনের মহিলা সদস্য, নাদিরা পারভীন ৭,৮,৯ আসনের মহিলা সদস্য, মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ গোবিন্দ ঘোষ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দরা।