আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জের মজুমদার হাটে রাস্তার উপরে সব্জির বাজার।রাস্তায় যাতায়াতে চরম দূর্ভোগ পোহাচ্ছে যানবাহনসহ সাধারন পথচারীরা। দূর্ভোগ লাঘবে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ করেও মিলছেনা কোন সমাধান, এমনটাই দাবী অভিযোগকারী হাট ইজারাদার রেজাউল করিমের।অভিযোগ সুত্রে জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মজুমদার হাটটি এলাকার একটি ঐতিহ্যবাহী হাট।
ক্রয় বিক্রয়েরসুবিধার্থে অতি প্রাচীনকাল হতে এ হাটের বেশ সুনাম ও পরিচিতি রয়েছে। এটি ব্যবসাবান্ধব হাট
হিসাবে উপজেলার অন্যান্য হাট বাজারের পাইকারি ক্রেতাসাধারণের সমাগম লক্ষ্যনীয়। এহাটে বিশেষ করে
অন্যান্য পণ্য সামুগ্রীর পাশা-পাশি পিয়াজ, মরিচ, আদা, রসুনসহ বিভিন্ন প্রজাতির সব্জির প্রচুর আমদানী ঘটে।
এ সু্যোগে হাটের কতিপয় ব্যবসায়ী ক্রেতাসাধারণের দৃষ্টি আকর্ষনে রাস্তার উপর কেনাকাটাসহ ভ্যান, অটোভ্যান, ঘোড়ার গাড়ী, পিকআপ, ট্রাক লোড-আনলোডের কাজ করে। ফলে রাস্তার উপরে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারী, স্কুল কলেজের ছাত্র- ছাত্রী, সরকারী- বেসরকারী চাকুরী জীবিসহ দুর-দুরান্তের যাত্রী সাধারণকে।
হাট ইজারাদার রেজাউল করিমের দাবী, সাধারণ জনগনের ভোগান্তি লাঘবে সব্জিবাজারটি রাস্তা থেকে সরিয়ে অন্যত্র নেয়ার কথা বলা হলেও তারা মানছেনা এ নির্দেশ। ফলে প্রতিদিন সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এ রাস্তার উপর যানজট লেগেই থাকে। দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এ বিষয়ে গত ১৬-০৪-২০২৩ ইং তারিখে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ করলেও মিলছেনা কোন সমাধান।