আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় সন্তানের চোখের চিকিৎসার জন্য বাবা- মার করুন আকুতি। মাননীয় জেলা প্রশাসক সহ সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের আবেদন এই ভুক্ত ভোগী পরিবারটির।
ভুক্ত ভোগী পরিবার সুত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই কুঠিপাড়া গ্রামের রিক্সা চালক খোকা মিয়া ও গৃহিণী সাথী খাতুন দম্পতির হতদরিদ্র পরিবারের ৭ বছর বয়সী পুত্র সন্তান জোবায়ের রহমান গত প্রায় ৮/১০ মাস পূর্বে খেলতে গিয়ে একজন খেলার সাথীর ছোঁড়া ইটের আঘাতে ডান পাশের চোখটির মনি ফেটে যায়। দরিদ্র মা বাবা সন্তানের চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করে সর্বশেষ ঢাকা ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যান।
সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য জোবায়ের কে ভারতের মাদরাজে নিয়ে যাবার পরামর্শ দেন । জোবায়েরের মা- বাবা জানান, ঢাকা সহ বিভিন্নখানে ছেলের চিকিৎসার জন্য নিজের শেষ সম্বলটুকু শেষ করেও ঋন করেছেন
ফলে ২ টি সন্তান সহ পরিবারের ৩ বেলা খাবার জোটানোই সম্ভব হচ্ছে না৷ তার উপর আবার ছেলের চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া সেখানেও প্রায় ৫ লক্ষ্য টাকা লাগবে এই চিন্তায় এখন আমাদের দিন চলছেনা। ছেলের ভবিষ্যৎ নিয়ে হতাশার প্রহর গুনছি আমরা। মনানীয় জেলা প্রশাসক সহ সমাজের বিত্তবানদের নিকট আমাদের আবেদন ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের।
প্রয়োজনে যোগাযোগঃ
মোবাইল নাম্বার -০১৭২২-৪৯২০৮৭।
সাথী খাতুন( জোবায়েরের মা)