কে, এম আজাদ রহমান, আগৈলঝাড়াঃ
বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথসভা গতকাল শনিবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করতে সাংগঠনিক কৌশল গ্রহন, উপজেলা দলীয় কার্যালয়ের জন্য বহুতল আধুনিক নতুন ভবন আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রথম তলা সম্পন্নের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
বিভিন্ন সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে উপজেলা পর্যায়ে কমিটি গঠন ও প্রতি মাসে দুটি সাংগঠনিক সভা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে যৌথ সভায় উপরে উল্লেখিত বিষয় নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসেরনিয়াবাত।
সভায় সর্বসম্মতিক্রমে দলীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণের প্রস্তাব গ্রহন করে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি
চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহŸায়ক, স্থানীয় এমপিআলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহকে প্রধান পৃষ্ঠপোষক করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, কমিটির অপর সদস্যরা হলেন জেলা আওয়ামীলীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতকে আহবায়ক করে ১১সদস্য বিশিষ্ট ভবন নির্মাণ বাস্তবায়ন পৃথক কমিটি গঠন করা হয়েছে।
বাস্তবায়ন কমিটির অপর সদস্যরা হলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুস্তুম সেরনিয়াবাত, আব্দুস সাত্তার মোল্লা, অধ্যাপক লিয়াকত আলী হাওলাদার, এসএম হেমায়েত উদ্দিন, বিপুল দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ ও বাকাল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম পাইক। যৌথ সভায় উন্মুক্ত আলোচনায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। দলের যৌথ সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, মো. রুস্তুম সেরনিয়াবাত, নিত্যানন্দ মজুমদার, আব্দুস ছাত্তার মোল্লা, আবুল বাশার হাওলাদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, গোলাম মোস্তফা সরদার, মাইকেল মালাকার।
যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, মো. সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কাশেম সরদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক তপন বসু, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, ধর্ম বিষয়ক সম্পাদক এআর ফারুক বক্তিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফরহাদ
তালুকদার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তারক চন্দ্র দে, শ্রম বিষয়ক সম্পাদক মো. সবুজ আকন, কোষাধ্যক্ষ পুলিন চন্দ্র বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ হোসেন, অনিমেষ মন্ডল, রেমন ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক প্রদীপ কুমার লাহেড়ী উজ্জল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কেএম আজাদ রহমান। উপদেষ্টা মন্ডলীর সদস্য জসীম উদ্দিন সরদার, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মলিনা রানী রায়, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, আওয়ামী লীগ সদস্য সোহরাব হোসেন সেরনিয়াবাত বাবুল, আবু হানিফ সরদার, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ মিয়া, মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক সরদার, রনজিৎ বাড়ৈ খোকন, রাধেশ্যাম গাইন, হালিমুজ্জামান হালিম, ইউনুস আলী মিয়া, বজলুল হক হাওলাদার, সৈয়দ আশরাফ আলী, রমেশ অধিকারী, হরে কৃষ্ণ হালদার, মো. মুরাদ সিকদার, শফিকুল ইসলাম শকুল, এ্যাডভোকেট
রনজিৎ সসমদ্দার, অনিমা রানী নাগ, মো. নান্না শরীফ, তোফাজ্জল হোসেন তোতা, আব্দুল হালিম শাহ, লিলি রানী হাওলাদার।
যুবলীগের সভাপতি কামরুজ্জামন সেরনিয়াবাত আজাদ, সহ-সভাপতি লিটন আবদুল্লাহ, সাধারন সম্পাদক সহিদ তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক ফয়জুল সেরনিয়াবাত, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আনিচ সেরনিয়াবাত, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার,
সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগের সভাপিত মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, সাবেক
ছাত্রলীগ নেতা মিঠুন কুমার বিশ্বাস, কলেজ ছাত্রলীগ সাধার সম্পাদক সৌরভ মোল্লাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।