ঢাকা১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নীলফামারীতে পুকুরে ভেসে উঠলো অজ্ঞাত বৃদ্ধের লাশ

বার্তা বিভাগ
মে ১৯, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

আরফিনুল ইসলাম, জেলা প্রতিনিধি – নীলফামারী:

নীলফামারীর কিশোরগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করছে থানা পুলিশ।

শুক্রবার(১৯ মে) সকাল ৯ টায় উপজেলার বড়ভিটা ইউপি চেয়ারম‍্যান আলহাজ্ব ফজলার রহমানের পুকুরে উদ্ধার করা হয় লাশটি।

প্রতিদিনের ন‍্যায় সকালে আলহাজ্ব ফজলার রহমানের ছেলে আলহাজ্ব শামীম হোসেন দেখাশোনার জন‍্য তার ব‍্যবসা প্রতিষ্ঠানে গেলে দেখতে পান পুকুরে সাদা পাঞ্জাবী পরিহিত একজন মানুষ ভেসে আছে। তিনি তাৎক্ষণিক তার বাবাকে অবহিত করেন।

কথা হলে বড়ভিটা ইউপি চেয়ারম‍্যান আলহাজ্ব ফজলার রহমান জানান, সকালে আমার বড় ছেলে শামীম হোসেন পানিতে লাশ দেখতে পেয়ে আমাকে জানিয়েছে। আমি তাৎক্ষণিক কিশোরগঞ্জ থানা পুলিশ কে অবহিত করেছি।

এবিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, চেয়ারম‍্যান সাহেবের পুকুর থেকে একজন অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো সনাক্ত করা যায়নি এবং মৃত‍্যূর কারণ ও জানা যায় নি। একটি অপমৃত‍্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com