বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে দাখিল স্তরের স্থগিতকৃত পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। গত ১৪ ও ১৫ মে এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বৃহস্পতিবার বিষয়টি জানিয়ে স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
কামাল উদ্দিন (মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক) জানান, আগামী ২৭ মে ইংরেজি প্রথম পত্র ও ২৮ মে উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব পরীক্ষা হবে। এছাড়া আগামী ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
ঘূর্ণিঝড় মোখার কারণে এর আগে এসএসসি ও সমমানের দুদিনের পরীক্ষা স্থগিত করা হয়। সেসব পরীক্ষাও আগামী ২৭ ও ২৮ মে নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com