মোঃশাজু রহমান, ভান্ডারিয় (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুর এর ভান্ডারিয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম।
উপজেলা যুব লীগের সহ সভাপতি লিটন পেশকার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত তালুকদার, সহ সভাপতি নিজামুল হক নান্না, উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, মহিলা যুবলীগ সভাপতি আসমা সুলতানা যুথি, উপজেলা ছাত্রলীগ আহবায়ক রেদোয়ান শিকদার রিচান সহ আরো অনেকে ।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এর আগে বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্দোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক বিশাল র্যালি বের করা হয়।