ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনাপোলের সীমান্তবর্তী ঘিবা থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার

বার্তা বিভাগ
মে ১৮, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রায়হান সিদ্দিকী, বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৮মে) দুপুরে ৭ নং ঘিবা সীমান্ত এলাকা থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবির তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ৭নং ঘিবা এলাকার একটি পুকুর পাড়ের ময়লার গর্তে লুকানো অবস্থায় ০৫ টি বস্তা উদ্ধার করে। উক্ত উদ্ধারকৃত বস্তার মধ্য হতে ৩৬ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়। চোরাকারবারীরা মাদক পাচারে ব্যর্থ হয়ে উক্ত মাদকদ্রব্য ময়লার গর্তে লুকিয়ে রেখেছে বলে ধারনা করা হচ্ছে ।

আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]