ওয়াহিদুর রহমান, থানা প্রতিনিধি-জগন্নাথপুর(সুনামগঞ্জ):
সুনামগঞ্জ জেলাধীন জগনাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল হাসান একটি হত্যা মামলায় জড়িত থাকার দায়ে আসামী হয়ে পুলিশের হাত থেকে রক্ষা পেতে পালিয়ে বেড়াচ্ছেন।
এ-দিকে চেয়ারম্যান আবুল হাসান পলাতক থাকায় একদিকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ব্যাহত হচ্ছে। অন্যদিকে জন্মনিবদ্ধন, নাগরিকত্ব সনদপত্র, ওয়ারিশান সনদপত্র সহ অতি জরুরী কাগজ পত্র উঠাতে না পারায় স্কুল-কলেজের শিক্ষার্থী সহ ইউনিয়ন বাসীর মাঝে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা। বিঘ্নিত হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এমনকি গ্রাম্য পঞ্চায়েত বসছেনা দীর্ঘদিন যাবত।
২০২১ সালের ২৬ ডিসেম্বর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আবুল হাসান। মূলত চেয়ারম্যান আবুল হাসান একজন যুক্তরাজ্য প্রবাসী। স্ব-পরিবারে স্হায়ীভাবে ইংলেন্ডে বস-বাস করেন দীর্ঘদিন যাবত।
এলাকাবাসী জানান, চেয়ারম্যান হত্যা মামলার পলাতক আসামি থাকায় পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। ঘটনার পর অদৃশ্য ভাবে পালিয়ে বর্তমানে তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
এ-দিকে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সচিব ফারুক আহমদ বলেন, ঘটনার পর থেকে চেয়ারম্যান সাহেবের সাথে আমার কোন প্রকার যোগা-যোগ হচ্ছে না। ইউনিয়নের প্যানল চেয়ারম্যান সামসুদ্দিন জানান, চেয়ারম্যান সাহেবের কোন পাত্তাই পাচ্ছিনা। আমাদের সাথে কোন প্রকার যোগা-যোগ করছেননা। অথবা পরিষদের কাজ চালিয়ে যেতে লিখিত কোনকিছু দিয়ে যাননি। ইউনিয়নবাসীর দুর্ভোগ লাগবে প্রশাসনিক কার্যক্রম চালাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ একান্ত জরুরি।