ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান লাপাত্তা, এলাকাবাসীর সীমাহীন ভোগান্তি

বার্তা বিভাগ
মে ১৮, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

ওয়াহিদুর রহমান, থানা প্রতিনিধি-জগন্নাথপুর(সুনামগঞ্জ):

সুনামগঞ্জ জেলাধীন জগনাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল হাসান একটি হত্যা মামলায় জড়িত থাকার দায়ে আসামী হয়ে পুলিশের হাত থেকে রক্ষা পেতে পালিয়ে বেড়াচ্ছেন।

এ-দিকে চেয়ারম্যান আবুল হাসান পলাতক থাকায় একদিকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ব্যাহত হচ্ছে। অন্যদিকে জন্মনিবদ্ধন, নাগরিকত্ব সনদপত্র, ওয়ারিশান সনদপত্র সহ অতি জরুরী কাগজ পত্র উঠাতে না পারায় স্কুল-কলেজের শিক্ষার্থী সহ ইউনিয়ন বাসীর মাঝে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা। বিঘ্নিত হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এমনকি গ্রাম্য পঞ্চায়েত বসছেনা দীর্ঘদিন যাবত।

২০২১ সালের ২৬ ডিসেম্বর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আবুল হাসান। মূলত চেয়ারম্যান আবুল হাসান একজন যুক্তরাজ্য প্রবাসী। স্ব-পরিবারে স্হায়ীভাবে ইংলেন্ডে বস-বাস করেন দীর্ঘদিন যাবত।

এলাকাবাসী জানান, চেয়ারম্যান হত্যা মামলার পলাতক আসামি থাকায় পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। ঘটনার পর অদৃশ্য ভাবে পালিয়ে বর্তমানে তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

এ-দিকে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সচিব ফারুক আহমদ বলেন, ঘটনার পর থেকে চেয়ারম্যান সাহেবের সাথে আমার কোন প্রকার যোগা-যোগ হচ্ছে না। ইউনিয়নের প্যানল চেয়ারম্যান সামসুদ্দিন জানান, চেয়ারম্যান সাহেবের কোন পাত্তাই পাচ্ছিনা। আমাদের সাথে কোন প্রকার যোগা-যোগ করছেননা। অথবা পরিষদের কাজ চালিয়ে যেতে লিখিত কোনকিছু দিয়ে যাননি। ইউনিয়নবাসীর দুর্ভোগ লাগবে প্রশাসনিক কার্যক্রম চালাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ একান্ত জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]