মো: রবিউল ইসলাম -জেলা প্রতিনিধি, লালমনিরহাট:
এবছরও সারাদেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের আশঙ্কায় ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক।
এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে যুবলীগ। সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল এ আহ্বান জানান।
আজ লালমনিরহাট জেলা যুবলীগ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের আহবানে সারা দিয়ে
সদর হারাটী ইউনিয়নের কৃষক মো: বেলাল হোসেনের ৩০ শতক জমির বোরো ধান কেটে দৃষ্টান্ত স্থাপন করলেন। ধান কাটায় অংশ নেন জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি প্রভাষক মো: মোতালেব খন্দকার, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক মো: শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: হাফিজুল ইসলাম বিটু সহ প্রমূখ যুবলীগের নেতাকর্মীরা।
এ সময় কথা হয় কৃষক বেলালের সাথে, তিনি জানান অর্থ ও শ্রমিকের চরম সংকট থাকায় ধান কাটতে বেশ বিলম্ব হচ্ছিল। কিন্তু আজ হঠাৎ যুবলীগের অনেক নেতা ও কর্মীরা আমার আবাদি জমির ধান কেটে দেওয়ায় আমার অনেক বেশি উপকার হলো, সেই সাথে কৃষক বেলাল যুবলীগের নেতাকর্মীদের ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানান।