ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়া চুকনগর বাজারের একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলের মালিক, ম্যানেজার সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোর ৫টার দিকে চুকনগর বাজারের ব্রীজ রোডের হোটেল অবকাশে অভিযান চালিয়ে তাদের আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ। আটককৃতরা হলেন, হোটেলের মালিক কবির হাসান ডাবলু (৫০), ম্যানেজার সবুজ শিকদার (৪৫) যশোর সদরের চুড়িপট্টি এলাকার বিমল মজুমদারের ছেলে পুলক কুমার মজুমদার (৫২) এবং পিয়ারী মোহন রোডের ৪৪ বছর বয়সী এক নারী। থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বলেন,পুলক কুমার মজুমদার এবং ওই নারী স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ডুমুরিয়া থানাধীন চুকনগর হোটেল অবকাশে রাত্রী যাপন করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলেও তারা কোন প্রমাণ দেখাতে ব্যার্থ হয়। কিন্তু পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উপযুক্ত কোন প্রমাণ দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।