ওয়াহিদুর রহমান, উপজেলা প্রতিনিধি-জগন্নাথপুর:
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়ছে।
১৭ (মে) বুধবার সকাল ১১.০০ টায় বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে জগন্নাথপুর সরকারি কলেজের হলরুমে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন-২০২৩ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের মাঝে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার সুনামগঞ্জ জাহিদুল ইসলাম খান, জনাব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার, জেলা নির্বাচন অফিসার, ও রিটার্নিং অফিসার প্রমূখ।