খুলনার পাইকগাছায় মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত’সহ অন্যান্য মামলার ৪ জন আসামি’কে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ রফিকুল ইসলাম এর নির্দেশে এসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে।
পাইকগাছা থানাধীন চাঁদখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত মিরাজ সরদার এর ছেলে মোঃ আজু সরদার’কে মঙ্গলবার রাত ১১ টার দিকে চাঁদখালী বাজারের গরুর হাট সংলগ্নে আসামির বাড়ীর সামনে থেকে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়কালে তাহার নিকট থাকা ৫০ গ্রাম গাঁজা’সহ তাহাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত’সহ অন্যান্য ৩ আসামিকে আটক করেছে থানা পুলিশ। উপরে উল্লেখিত বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদক মামলার আসামি’সহ ৪ জনকে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।