আরফিনুল ইসলাম, জেলা প্রতিনিধি – নীলফামারী:
নীলফামারী সদর ও জলঢাকা উপজেলায় হঠাৎ ৫ মিনিটের ঝড়ের আঘাতে মুহূর্তেই শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। ঝড়ে ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলা টুপামারী, লক্ষীচাপ ও জলঢাকা উপজেলার শিমুলবাড়িসহ আসেপাশের কয়েকটি গ্রামে ঝড় আঘাত হানে।
মাত্র ৫ মিনিটের এ ঝড়ে শতাধিক কাঁচাপাকা বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি ও সবজি বাগান লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ঝড় আর শিলা বৃষ্টিতে ঘরের মূল্যবান জিনিসপত্রসহ নষ্ট হয়েছে শিক্ষার্থীদের বই খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র।
ঝড়ে ক্ষতিগ্রস্ত লক্ষীচাপের আকাশকুড়ি মাস্টার পাড়া এলাকার হারিদাশ রায় বলেন, আমার ৪ টা টিনের ঘরের মধ্যে ৩ টি একবারে পুরো ভেঙে গেছে ও একটি হেলে গেছে। হটাৎ করে রাতে ঝড়া টা আসে। ঝড় আসার আগে প্রচন্ড বাতাস বইছিল। জানিনা কিভাবে কি করব সবার সহযোগীতা চাই।
একই এলাকার শাহীন আলম বলেন, আমাদের পাড়ার প্রায় ২০-২৫ টা ঘর ভেঙে গেছে। আমাদের গরুর ঘরটা ভেঙে গেছে। হঠাৎ করে বাতাস শুরু হলো রাতে। দিনের বেলা তো প্রচণ্ড রোদ ছিল।
এ বিষয়ে লক্ষীচাপ ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান জানান, “আমার ইউপির আকাশকুড়ি এলাকাসহ আসে পাশের বেশ কয়েকটি এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১০০ টি অধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে। আমরা ক্ষয়ক্ষতির নিরপণের চেষ্টা করছি এবং তালিকা করছি যা উপজেলা পরিষদের পাঠানো হবে।”
নীলফামারী সদরের ইউএনও জেসমিন নাহার জানান, “সঠিক কতগুলো ঘরবাড়ি কিংবা ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানতে পাইনি। তালিকা পেলে সহযোগীতা করা হবে।”