ঢাকা১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ সরকার থেকে বাড়তি প্রটোকল পাবে না বিদেশি রাষ্ট্রদূতরা

বার্তা বিভাগ
মে ১৬, ২০২৩ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সরকার বিদেশি রাষ্ট্রদূত বা হাইকমিশনারদের বাড়তি প্রটোকল সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘রাস্তা-ঘাটে চলার জন্য কয়েকটা দেশকে স্পেশাল সিকিউরিটি ফোর্স দেওয়া হচ্ছে। উন্নত দেশে এটা দেওয়া হয় না। আমেরিকা, ইইউ, সৌদি আরবে এ সুবিধা দেওয়া হয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কাউকে এ সুবিধা দেব না।’

যদিও কবে নাগাদ এ নির্দেশনা কার্যকর হবে সে বিষয়ে কোনো তথ্য দেননি পররাষ্ট্রমন্ত্রী । এ বিষয়ে তিনি বলেছেন, ‘এটা আমি বলতে পারব না। পুলিশ প্রশাসন এটা বলতে পারবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com