ঢাকা১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পিরোজপুরে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরীতে বিশেষ প্রশিক্ষণ

বার্তা বিভাগ
মে ১৬, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ গোলাম মোস্তফা, জেলা প্রতিনিধি-পিরোজপুর:

পিরোজপুরে রূপান্তরের আয়োজনে শহরের এস.বি কমিউনিটি সেন্টারে আজ মঙ্গলবার সকালে পিরোজপুর জেলার বিভিন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে শান্তিপূর্ন রাজনৈতিক পরিবেশ তৈরীতে দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ইউ এস এইড এর অর্থায়নে আই আর আই এর সহ যোগিতায়‘ শান্তিপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি’শীর্ষক প্রকল্পর আওতায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রকল্প সমন্বয় কারী- অসীম আনন্দ দাস।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন -সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির।  প্রশিক্ষণে বক্তব্য রাখেন- রূপান্তর পরিচালক সাহাদত হোসেন বাচ্চু , নারী নেত্রী -ইসরাতজাহান সোনালী ও রূপান্তরের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী- রাবেয়াবসরী। প্রশিক্ষণে পিরোজপুর জেলার প্রধান রাজনৈতিক দলের ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

দিনব্যাপি এই প্রশিক্ষণে জনগোষ্ঠী রাজনৈতিক নেতৃত্ব, গণযোগাযোগ, রাজনৈতিক ও সামাজিক প্রচারাভিযান, রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে শান্তিপূর্ন  সহাবস্থান বিষয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com