নিউজিল্যান্ডে একটি হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন । সাথে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গভীর রাতে স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) দেশটির ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন লেগে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন লাগার কারণে অন্তত ছয়জন মারা গেছেন বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। এছাড়াও তিনি জানান, অগ্নিকাণ্ডের ওই ঘটনার পর অজ্ঞাত আরও বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন।
বিবিসি জানিয়েছে , মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতের ঠিক পরে ওয়েলিংটনের চারতলা লোফারস লজ হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পরপরই জরুরি পরিষেবাগুলোকে সেখানে ডাকা হয়। সাথে কয়েক ডজন লোককে দুর্ঘটনাকবলিত বিল্ডিং থেকে উদ্ধার করা হয়েছে।-বিবিসি