ঢাকা২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৫১ ঘণ্টা পর দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত লঞ্চ চলাচল শুরু

বার্তা বিভাগ
মে ১৫, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

আল আমিন খোকন, জেলা প্রতিনিধি-রাজবাড়ী:

প্রায় ৫১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. আফতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে শনিবার সকাল থেকে ৬টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। লঞ্চ চলাচল বন্ধ থাকায় এ রুটে বিকল্প মাধ্যম হিসেবে এ সময় ফেরি ব্যবহার করেছে যাত্রীরা।বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. আফতাব হোসেন জানান, শনিবার সকাল ৬টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। আবার মন্ত্রণালয়ের নির্দেশে সকাল সাড়ে ৯টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com