মো: রিপন ইসলাম, ডিমলা, (নীলফামারী) প্রতিনিধিঃ
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) নীলফামারীর ডিমলায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ডিমলা উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১টায় ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার মিলনায়তনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন এঁর সভাপতিত্বে ও তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ আয়েশা খাতুনের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)৷
তিনি বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে “ডিমলা উপজেলা তথ্যকেন্দ্র” সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যায়। দূর্গম এলাকার প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি।
সেই সাথে তিনি আরও বলেন, তথ্যকেন্দ্রে মহিলাদের বিনামূল্যে প্রেসার ও ডায়াবেটিস পরিমাপসহ অনলাইনে চাকরির আবেদন ও অনলাইন ভিত্তিক সকল কাজ করে দেয়া হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেয়া হয়। এগুলো হলো- শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার।
বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায় বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনৈতিক উন্নয়ন হলো একটি বহুমাত্রিক প্রক্রিয়া। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সামাজিক কাঠামো ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, অসমতা হ্রাস করা এবং দারিদ্র্য নির্মূল করা। মহিলাদের অর্থনৈতিক উন্নয়ন ও তা বাস্তবায়নে অবশ্যই নারী-পুরুষ সবাইকে একযোগে কাজ করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুস সালেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোছাঃ পারুল বেগম।
অনুষ্ঠিত উঠান বৈঠকে সহকারি তথ্যসেবা কর্মকর্তা নূরে জান্নাত তাহমিনা, লতিকা আজিজা আলো, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জাহাঙ্গীরসহ স্থানীয় অর্ধশতাধিক মহিলা ও স্কুল কলেজের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।