ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইয়াবাসহ আটক পুলিশের এ.এস.আই কারাগারে

বার্তা বিভাগ
মে ১৪, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

এ.এন.এম মুস্তাকিম, জেলা প্রতিনিধি, নাটোর:

নাটোরে ইয়াবা ট্যাবলেট বহনের অভিযোগে গ্রেপ্তার পুলিশের এএসআই শাহনুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১২ মে) বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১১ মে) রাতে রাজশাহীর চারঘাট থানার ওই পুলিশ কর্মকর্তাকে ১৬২ টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করে নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে নাটোরের রথবাড়ি এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহ হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের। পরে তাকে আটক করে দেহ তল্লাশি করে ১৬২টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক সাহানুল ইসলাম চারঘাট থানার এএসআই। তাঁর বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার পর তাকে থানায় হস্তান্তর করা হয়।
চারঘাট থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, শাহনুল ইসলাম চারঘাট থানার এএসআই। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, গ্রেপ্তার এএসআই শাহানুল ইসলামকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]