আল-আমিন খোকন, জেলা প্রতিনিধি- রাজবাড়ী:
গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে দুই কেজি ৫৮০ গ্রামের একটি ইলিশ মাছ। পরে মাছটি ৯ হাজার আটশ টাকায় বিক্রি করা হয়েছে।
শনিবার (১৩ মে) সকালে দৌলতদিয়া ৭ নম্বরে ফেরি ঘাট এলাকায় জেলে জাহাঙ্গীর হলাদারের জালে মাছটি ধরা পড়ে।
পড়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যাবসী সম্রাট শাহজাহান শেখ তিন হাজার ছয়শ টাকায় কিনে তিন হাজার আটশ টাকা কেজি দরে বিক্রি করেন।
মাছ ব্যাবসী সম্রাট শাহজাহান শেখ জানান, সকালে মাছটি রাজবাড়ীর সীমান্তবর্তী ফরিদপুরে দেবুপুর চর এলাকায় জেলে জাহাঙ্গীর হালদারের জালে ধরা পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়ায় মাছটি আনলে একটু লাভের আশায় তিন হাজার ছয়শ টাকা কেজি দরে কিনে নেন। এরপর দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে তিন হাজার আটশ টাকা কেজি দরে মোট ৯ হাজার আটশ টাকায় মাছটি বিক্রি করি।