পলাশ কান্তি মন্ডল , ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানগাড়ীর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতের নাম অঞ্জনা সরকার। নিহত অঞ্জনা সরকার উপজেলার রুদাঘরা ইউনিয়নের হাসানপুর গ্রামের শিমুল সরকারের স্ত্রী।
শনিবার সকাল আনুমানিক ১১টায় উপজেলার সদর ইউনিয়নের সাজিয়াড়া বড় পুকুর সংলগ্ন সড়কে এই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের উদ্ধারকর্মী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবার সূত্রে জানা যায়,অঞ্জনা সরকারের একটি ৩ মাসের মেয়ে রয়েছে। অঞ্জনা সরকারের বাড়ি হাসানপুর খেয়াঘাট সংলগ্ন।
অপরদিকে আহতরা হলেন, সন্যাসী কুমার বিশ্বাস (৪২), তার স্ত্রী আর্না বিশ্বাস (৩২) তাদের ছেলে শোভন বিশ্বাস(৭)। আহতরা বর্তমানে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন আছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]