মোঃ শাজু রহমান, ভান্ডারিয়া প্রতিনিধি:
আগামীকাল সকাল থেকে আঘাত হানা শুরু করতে পারে ঘূর্ণিঝড় “মোখা” । যা সন্ধ্যা পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। এবারের ঘূর্ণিঝড় কে সিডরের মত ভয়ঙ্কর হতে পারে বলে আশংকা করা হচ্ছে। তবে সিডর আঘাত করেছিলো সুন্দরবন এলাকায় আর মোখা আঘাত হানবে সেন্টমার্টিন, টেকনাফ, কক্সবাজার সহ উপকূলিয় এলাকায়। এমনটি ই জানিয়েছে- আবহাওয়া অধিদপ্তর।
সবাই সতর্ক থাকুন,সাবধানে থাকুন। বিশেষ করে ভাণ্ডারিয়া মিরাজুল ইসলাম ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে, উপজেলা বাসী যারা রয়েছেন বিশেষ করে নদীর পাড়ের বাসীন্দা তাদের সকলের জন্যই উপজেলা প্রশাসন সকল আশ্রয়ন কেন্দ্র গুলো প্রস্তুত রেখেছেন।
ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব মিরাজুল ইসলাম ইতোমধ্যে সকল সেচ্ছাসেবী সংগঠন, বিশেষ করে ভাণ্ডারিয়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতা কর্মিদের ও মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সেচ্ছাসেবীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
সর্বসাধারনের পাশে থেকে সকল প্রকার সহোযোগিতা করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। সেই সাথে আশ্রয়ন কেন্দ্রে পৌছে দেওয়া, সুকনো খাবারের ব্যাবস্থা করা সহ যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে নিম্নে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। সব সময়ে মিরাজুল ইসলাম ফাউন্ডেশন জনগনের পাশে আছে এবং থাকবে। যে কোন প্রোয়জনে উপজেলা টহল টিম ০১৩১২-৭৩৩৬৬৩ এই নাম্বারে কল দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করেছেন।
উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃএহসাম হাওলাদার সার্বক্ষনিক নদী তীরবর্তী লোকদের খবর নিচ্ছেন।