ঢাকা১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘূর্ণিঝড় মোখার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত পাঁচ শিক্ষা বোর্ডে

বার্তা বিভাগ
মে ১৩, ২০২৩ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

পাঁচ শিক্ষা বোর্ডে ঘূর্ণিঝড় মোখার কারণে আগামী রোববারের (১৪ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বোর্ডগুলো হলো—বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, এবার ১৪ লাখ ৯০ হাজার ৭৮৫ জন পরীক্ষাথী ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে দুই লাখ ৪৭ হাজার ৭৩ জন। এ ছাড়া এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৮০৪ জন অংশগ্রহণ করছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com