আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেনের তত্ত্বাবধানে সাঘাটা থানা পুলিশ মাদক, জুয়া, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন সংশ্লিষ্ট বিষয় সহ থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে আজ ( ১৩ মে) রাত্রি দেড়টায় কামালেরপাড়া ইউনিয়নের পাঁচগড়গড়িয়া গ্রাম হতে ৮ কেজিসহ মাদক কারবারী আব্দুর রাজ্জাক(৩৫) ও শামসুদ্দীন মন্ডল (৪০) নামের ২ ব্যক্তিকে গ্রেফতার করে। আব্দুর রাজ্জাক এ গ্রামের আব্দুর রহমানের পুত্র।
শামসুদ্দীন মন্ডল গোজারিয়া গ্রামের মৃত ছায়দার মন্ডলের পুত্র। তারা ঘরের বারান্দায় মাদকদ্রব্য গাঁজা প্যাকেট করার সময় একটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত ০৮ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার হয়।
এ সংক্রান্তে সাঘাটা থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।