আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পিয়ারাপুর আই জিএম স্কুল এন্ড কলেজ মাঠে আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১২ মে) বিকেল ৪ টায় পিয়ারাপুর আই জি এম স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলায় সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব আমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
খেলায় ফুলবাড়ি ফুটবল একাদশ ও গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী বিদ্যালয়ের ২০১৭ ব্যাচের মধ্যকার ফাইনাল খেলায় টাইব্রেকারে চ্যাম্পিয়ন ফুলবাড়ি ফুটবল একাদশ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান ও সভাপতি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগ তাজুল ইসলাম ভুট্ট, শহরগছি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আনোয়ারুল আজিজ রুবেল,গোবিন্দগঞ্জ পৌরসভার ১নং প্যানেল মেয়র শাহীন আকন্দ,সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিয়ারাপুর আই জি এম স্কুল এন্ড কলেজের প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ পৌরসভার ১নং ওর্য়াড কমিশনার জাহাঙ্গীর আলম জাফু,বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ চন্দ্র সরকার,তারিকুল বাশার দুলাল, ছাত্রলীগ নেতা বাবুল ইসলাম, তুখোড় ধারাভাষ্যকার রবিউল ইসলাম।
উক্ত ফাইনাল খেলাটি রেফারী হিসেবে দ্বায়িত্ব পালন করেন গোবিন্দগঞ্জ উপজেলা ক্রিয়া বিষয়ক সম্পাদক মো:রেজাউল করিম মন্ডল। খেলার সার্বিক সহযোগিতা করেন ইসলামপুর যুব সমাজ।
প্রধান অতিথি জননেতা আবুল কালাম আজাদ চ্যাম্পিয়ন দলকে একটি গরু এবং রার্নাসআপ দলকে একটি খাসি উপহার দেন।এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলার কোন বিকল্প নেই। আসুন আমরা সবাই মাদককে না বলি, ক্রিয়াকে হ্যাঁ বলি।