ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমনিরহাট জেলায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ শুরু

বার্তা বিভাগ
মে ১১, ২০২৩ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

মো: রবিউল ইসলাম -জেলা প্রতিনিধি, লালমনিরহাট:

লালমনিরহাটে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ এর শুভ উদ্ভোধন করা হয়েছে।

বুধবার দুপুর ১২ ঘটিকায় লালমনিরহাট সদর উপজেলা এসএসডিতে জেলা খাদ্য বিভাগের ব্যবস্থাপনায় ২০২৩ এর ধান, চাল ও গম সংগ্রহের শুভ উদ্ভোধন করা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলার সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এড. মো: মতিয়ার রহমান, লালমনিরহাট পৌর সভার মেয়র মো: রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, লালমনিরহাট জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক, লালমনিরহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ, জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: সেকেন্দার আলী, সদস্য আলহাজ্ব খোরশেদ আলম দুলাল, সহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ। উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় অভ্যন্তরীণ বোরো ধান ৪০৫৮ মে: টন, চাল ১২৮৩২ মে: টন এবং গম ৩০২ মে: টনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]