মো: রবিউল ইসলাম -জেলা প্রতিনিধি, লালমনিরহাট:
লালমনিরহাটে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ এর শুভ উদ্ভোধন করা হয়েছে।
বুধবার দুপুর ১২ ঘটিকায় লালমনিরহাট সদর উপজেলা এসএসডিতে জেলা খাদ্য বিভাগের ব্যবস্থাপনায় ২০২৩ এর ধান, চাল ও গম সংগ্রহের শুভ উদ্ভোধন করা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলার সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এড. মো: মতিয়ার রহমান, লালমনিরহাট পৌর সভার মেয়র মো: রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, লালমনিরহাট জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক, লালমনিরহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ, জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: সেকেন্দার আলী, সদস্য আলহাজ্ব খোরশেদ আলম দুলাল, সহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ। উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় অভ্যন্তরীণ বোরো ধান ৪০৫৮ মে: টন, চাল ১২৮৩২ মে: টন এবং গম ৩০২ মে: টনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।