আল-আমিন খোকন রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর জেলার প্রাণ কেন্দ্র খলিফা পট্টিতে চলছে মোটর সাইকেল রাখার প্রতিযোগিতা। এখানে রয়েছে রাজবাড়ীর অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে শাহিন ফেব্রিক্স, মেহেদী ইলেকট্রনিক্স স্টোর, রবি কাস্টমার কেয়ার, চৌধুরী স্টোর , জনতা স্টোর ও সোনার বাংলা স্টোর।
শাহিন ফেব্রিক্স এর মালিক হাবিব শেখ বলেন, এই মোটরসাইকেল রাখার কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য করতে অনেক সমস্যা হচ্ছে। এবং পাশে আমি একটা মার্কেট করেছি কোটি টাকা খরচ করে।
এই মোটরসাইকেলের কারণে কোন ব্যাংক বীমা অফিস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া নিতে চাচ্ছে না। এবং সব প্রতিষ্ঠানের মালিকেরা এ বিষয়ে অভিযোগ করেন।
বারবার মানা করা সত্ত্বেও তারা মোটরসাইকেল রাখা হয়। এই ব্যাপারে তারা সম্মানিত রাজবাড়ীর মেয়র সাহেব জনাব আলমগীর শেখ তিতু সাহেবের দৃষ্টি আকর্ষণ করেন। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ব্যবসায়ীরা দাবি জানান, অবিলম্বে মোটরসাইকেল রাখা বন্ধ করা হোক।