ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৯৯৯-এ ফোন পেয়ে হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করল পুলিশ

বার্তা বিভাগ
মে ১০, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

আরফিনুল ইসলাম,জেলা প্রতিনিধি, নীলফামারী:

নীলফামারীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ব্যবসায়ীর হারিয়ে যাওয়া দুই লক্ষ টাকাসহ ব্যাগ উদ্ধার করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার(৯মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী অনিক সরকারের হাতে দুই লক্ষ টাকা তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সদর ও জলঢাকা সার্কেল মোস্তফা মঞ্জুর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) জয়ন্ত কুমার সেন, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুক্তারুল আলম প্রমুখ।

ব্যবসায়ী অনিক সরকার নীলফামারী পৌরসভার সবুজপাড়া এলাকার গোপাল চন্দ্র সরকারের ছেলে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুক্তারুল আলম ঢাকা পোস্টকে বলেন, ব্যবসায়ী অনিক সরকার ঢাকা পোস্টকে বলেন, গতকাল সোমবার সন্ধ্যা ৭টা দিকে এক ব্যবসায়ী জাতীয় জরুরীসেবা ৯৯৯ এ ফোন করে জানান যে, মোটরসাইকেলযোগে সৈয়দপুর হতে নীলফামারী আসার সময় কালীতলা ক্যানেলের কাছে তার মোটরসাইকেলে থাকা ব্যাগটি হারিয়ে যায়। উক্ত ব্যাগে থাকা দুই লক্ষ টাকাসহ অফিসিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট ছিল। এই সংবাদটি ডিউটি অফিসার আমাকে অবহিত করলে রাত্রীকালীন মোবাইল টিমের দায়িত্ব থাকা এস আই মনির হোসেন ও  কয়েকজন পুলিশ সদস্য সঙ্গে নিয়ে তাৎক্ষণিক উক্ত এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশী ও খোঁজাখুজি শুরু করি। পরে রাত ১০টার দিকে কালিতলা ক্যানেলের পাড়ের মমিনুল হকের বাড়ি হতে টাকার ব্যাগটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার হয়। আজ তা সবার উপস্থিতিতে হস্তান্তর করা হয়েছে।

ব্যবসায়ী অনিক সরকার বলেন, এই টাকাটা আমাদের ব্যবসায়িক টাকা ছিল। টাকাটা হারানোর পর ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশের তাৎক্ষনিক পদক্ষেপে হারানো টাকাটা পাওয়া গেলো। এ জন্য পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ। টাকাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, ওই ব্যাগে থাকা কাগজগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]