ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মঠবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে অমর করে রাখতে স্মৃতিস্তম্ভ উদ্বোধন

বার্তা বিভাগ
মে ১০, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ বুধবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে মৃক্তিযোদ্ধা স্মৃতি বাগিচায় ১৯৭১ সালের ১০ মে ৮ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাসহ ১৭ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি অম্লান করে রাখতে “মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক” উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর।
এ সময় উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু মিয়া আকন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, বীর মুক্তিযোদ্ধা মো. ফারুক উজ জামান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন রাজা, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শরীফ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. মানিক গোলদার, পৌর প্রকৌশলী আবদুস সালেক বিভিন্ন গণমাধ্যম কর্মি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিভিন্ন নেতৃবৃন্দ। ১৯৭১ সালের ১০ মে যে সকল বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, তারা হলেন- গণপতি হালদার, জিয়া-উজ জামান, আনোয়ারুল কাদির, গোলাম মোস্তফা, শামসুল হক শাম বেপারী, আব্দুল মালেক বেপারী, অমল মন্ডল ও ধীরেন খড়াতি।
পৌর প্রশাসক মোঃ আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোঃ এমাদুল হক খান সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু আকনের অনুরোধে এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে ১৭ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। স্বাধীনতার ৫২ বছর পর হলেও “মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ” নির্মাণ হওয়ায় ভবিষ্যৎ প্রজন্ম শহীদ মুক্তিযোদ্ধা সম্পর্কে অবহিত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com