আরফিনুল ইসলাম, জেলা প্রতিনিধি নীলফামারী:
নীলফামারী সদরে বাসের ধাক্কায় রেজওয়ান ফকির (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১০ মে) বিকেল ৫ টার দিকে নীলফামারী- সৈয়দপুর সড়কের হাজি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল ফকির সদর উপজেলার উত্তরা ইপিজেড পিলারের বাজার এলাকার জসিম উদ্দিনের ছেলে।
ফায়ার সার্ভিস সুত্রে জানা, নাদের পরিবহন নামের একটি বাস নীলফামারী থেকে সৈয়দপুর উদ্যেশে যাওয়ার সময় পিছন থেকে ওই সাইকেল আরোহীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি৷ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি৷ পরে পুলিশ আসলে আমরা তাদের কাছে মরদেহ হস্তান্তর করি।
এবিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম জানান, এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। পরিবারের অভিযোগ থাকলে আইনি ব্যস্থা নেওয়া হবে।