ওয়াহিদুর রহমান,জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত ৫ জন পদ প্রার্থীর মাঝে প্রতীক নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশনের বেধে দেওয়া সময় অনুযায়ী ৯(মে) মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশ গ্রহণকারী ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
নির্বাচনে অংশগ্রহণকারী পাঁচজন প্রতিযোগীরা হলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ নুরুল ইসলাম (নৌকা),স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তালহা আলম (কাপ বিরিচ),জমিয়ত উলামায়ে ইসলামের মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ুম কামালি সিতু (খেজুর গাছ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হারুন রশীদ (আনারস) ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আতাউর রহমান (লাঙ্গল) মার্কা পেয়েছেন।
এ সময় সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, নির্বাচনের বিধি নিষেধ বজায় রেখে আজ থেকে প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যেতে পারবেন।
তফসিল অনুযায়ী আগামী ২৫ মে বৃহস্পতিবার ইভিএমের মাধ্যমে উপজেলা ব্যাপি নির্বাচনে ভোট গ্রহণ চলবে।