তাপস মজুমদার(কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে সড়কের পাশ থেকে মোহাম্মদ ফজর আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার (১০ মে) সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সাদপুর ব্র্যাক অফিস সংলগ্ন এলাকা থেকে তার মরেদহ উদ্ধার হয়।
জানা গেছে, সড়কের পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমকে জানান স্থানীয়রা। তিনি জীবিত আছেন কিনা সেটা নিশ্চত হওয়ার জন্য তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে থানার উপ পরিদর্শক নকিব পান্নু কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য থানায় নিয়ে আশে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান বলেন, নিহতের পরিচয় জানা গেছে। তার নাম মোহাম্মদ ফজর আলী। তিনি শ্যামনগর উপজেলার ধুমঘাট কেওড়াতলা গ্রামের বাসিন্দা। সার্বিক বিষয়ে আরো জানার জন্য চেষ্টা চলছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।