ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ওসি রফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

বার্তা বিভাগ
মে ১০, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

 

এম জালাল উদ্দীন, পাইকগাছা(খুলনা):

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার নবাগত ওসি মোঃ রফিকুল ইসলাম। বুধবার (১০মে) খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক সভায় পুলিশ সুপার মাহবুব হাসান, বিপিএম শ্রেষ্ঠ ওসি হিসেবে মোঃ রফিকুল ইসলামের হাতে সম্মাননা স্মারক’সহ সনদপত্র এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরস্কৃত করেন।

গত এপ্রিল মাসে মামলা তদন্ত, সন্ত্রাস, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, ও মাদক প্রতিরোধে কঠোর ভূমিকা’সহ আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখা, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এ বিষয়ে ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন,  এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আমাদের থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা এবং পাইকগাছা উপজেলা বাসীর সহযোগিতার ফল। পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত।

এ পুরস্কারটি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে এ পুরস্কারটি আমাকে অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্য, ওসি মোঃ রফিকুল ইসলাম ২০১০ সালে এসআই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১৯ সালে পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। ইতোপূর্বে তিনি ঝিনাইদহ এর কালিগঞ্জ থানায়, ঝিনাইদহ ডিবি পুলিশে, সাতক্ষীরার কলারোয়া ও তালা থানা এবং খুলনার ডুমুরিয়া ও পাইকগাছা থানায় কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০২৩ সালের ২৯মার্চ পাইকগাছা থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামের এক সমভ্রান্ত পরিবারের সন্তান।

পাশাপাশি এএসআই ক্যাটাগরিতে পাইকগাছা থানার এএসআই মোঃ হুমায়ুন কবির বেস্ট অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন। উল্লেখ্য ওসি হিসেবে পদোন্নতি পাওয়ার ১ম মাসেই নিজ কর্মগুনে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ওসি মোঃ রফিকুল ইসলাম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]