ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

বার্তা বিভাগ
মে ১০, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফের দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিন নিহতের খবর পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় । নিহতদের একজন আহমেদ জামাল আসাফ (১৯ বছর বয়সী) , অপরজন ওয়ালিদ কাতানাত (২৪ বছর বয়সী) । আল-জাজিরা’র এক প্রতিবেদনে এ খবর জানা যায় ।

এছাড়াও গাজায় গত মঙ্গলবার কয়েক ঘণ্টায় ইসরায়েলের পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হন। এদিকে, জেনিনের দক্ষিণাঞ্চলে কাবাতিয়া শহরে গুলিবিদ্ধ হন নিহত দুই ফিলিস্তিনি। প্রত্যক্ষদর্শীরা থেকে জানা যায়, ইসরায়েলি বাহিনীর বড় একটি ফোর্স শহরে অভিযান চালিয়ে পশ্চিম পাড়ার দিকে বেশ কয়েকটি বাড়ি ভেঙে দেয়। সৈন্যরা তল্লাশি ও লুটপাট চালায়।

যদিও এ নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি ইসরায়েল সেনাদের পক্ষ থেকে । তবে বার্তা সংস্থাটি আরও বলছে, হামলার সময় একটি গাড়িতে গুলি চালায় সৈন্যরা। এতে দু’জন নিহত হন। আরেক ব্যক্তি আহত হন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা জানান, বাড়ি বাড়ি অভিযান চালায় ইসরায়েলি বাহিনী এবং সড়কে গাড়ি থামিয়ে তল্লাশি করে।–আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]