নাসিম আহমেদ ইকবাল,শিবপুর (নরসিংদী) :
নরসিংদীর শিবপুরে মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ,নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে জনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিকেলে,শিবপুর মডেল থানার আয়োজনে ৩ নং বিট পুটিয়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ইটাখোলায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এস আই মনির এর সঞ্চালণায় ও শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিবপুর -মনোহরদী সার্কেল) মোঃ মেজবাহ উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী মো.মুহসিন নাজির স্যার। সাধারণ সম্পাদক সাবেক ভি পি আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, সহসভাপতি আজিজুর রহমান খান ও আলমগীর হোসেন মৃধা,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, পুটিয়া ইউ’পি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ, জয়নগর ইউ’পি চেয়ারম্যান মো.নাদিম সরকার,দুলালপুর ইউ’পি চেয়ারম্যান শামীম মোল্লা, ও উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ প্রমূখ।।