ওয়াহিদুর রহমান, জগন্নাথপুর(সুনামগঞ্জ), প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় বৈদ্যুতিক তারে লেগে আনোয়ার আলী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হলিমপুর গ্রামের আব্দুল গনির পুত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ৮ (মে) সোমবার সন্ধ্যা থেকে আনোয়ার আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে স্থানীয় কুমারগাঁও গ্রামের লন্ডন প্রবাসী মুকিত মিয়ার বাড়ির গোয়াল ঘরের পাশে থাকা বৈদ্যুতিক তারের সাথে জড়িত মৃতঃ অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে জগনাথপুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতালে মর্গে প্রেরণ করছে।
মৃত্যুুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জগনাথপুর থানার সাবইন্সপেক্টর জিয়া উদ্দিন বলেন, নিহত আনোয়ার আলী প্রবাসী মুকিত মিয়ার বাড়িতে কেয়ারটেকারের দায়ীত্বে নিয়জিত ছিল। তার পরিবারের লোকজন জানান, গোয়াল ঘরের বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।