ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ইটভাঙ্গা মেশিন উল্টে তরুনের মৃৃত্যু !

বার্তা বিভাগ
মে ৮, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ গোলাম মোস্তফা, পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে ইটভাঙ্গা মেশিন উল্টে রমজান মৃধা (১৮) নামের এক তরুনের মৃত্যু হয়েছে। এ সময় মেশিনটির চালক আজিজুল শেখ (১৯) গুরুতর আহত হয়। সোমবার সকালে উপজেলার শ্রীরামকাঠী-পিরোজপুর সড়কের বকুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রমজান মৃধা উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের শেখমাটিয়া গ্রামের নুর ইসলামের ছেলে। আহত আজিজুল শেখ পিরোজপুর সদর উপজেলার কলাখালী গ্রামের ছরোয়ার শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটভাঙ্গা মেশিনটি সদর উপজেলার কলাখালী থেকে নাজিরপুরের শ্রীরামকাঠী যাচ্ছিলো। এ সময় বকুলতলা নামক স্থানে মেশিনটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা রমজান মৃধা ও চালক আজিজুল শেখ গুরুতর আহত হন। রমজানকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা হাসপাতালে ও আজিজুল শেখকে জেলা হাসপাতালে প্রেরন করা হয়। রমজানকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমক্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসমিন জানান, রমজানকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
নিহতের মামা শফিকুল শেখ জানান, সকালে ইট ভাঙ্গতে মেশিন নিয়ে রমজান ও তার মামা আজিজুল ইটভাঙ্গতে বের হয়। পথে ইটভাঙ্গা মেশিন উল্টে এ দুর্ঘটনা ঘটে।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com