ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় স্কুল ছুটি শেষে বাড়ি ফেরা হলো না সানাউল্লাহর

বার্তা বিভাগ
মে ৮, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সানাউল্লাহ মিয়া (৫) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার মেরীরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানাউল্লাহ দিগদারী গ্রামের মাওলানা বেলায়েত হোসেনের ছেলে। প্লে গ্রুপের এই শিক্ষার্থী স্থানীয় মেরীরহাট দা হলি কোরআন একাডমী নামের বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে সানাউল্লাহ স্কুল ছুটি শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। এরই মধ্যে ওই স্থানে পৌঁছলে ভ্যান থেকে রাস্তায় পড়ে যায়। এসময় অপর দিক থেকে আসা একটি ইজিবাইকের নীচে পড়ে চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলে আসা লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, এঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com