আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় এক তরুণীকে অপহরণের ১১ মাস পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী রবিউল ইসলাম(১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছেন পুলিশ।
সোমবার (৮ মে) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার। গ্রেফতারকৃত রবিউল ইসলাম উপজেলার ইদিলপুর ইউনিয়নের বাগজানা গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, প্রেমের সূত্র ধরে ১১ মাস পূর্বে একই ইউনিয়নের মহিপুর গ্রামের জৈনিক ব্যক্তির ১৪ বছরের মেয়েকে নিয়ে পালিয়ে যায় রবিউল ইসলাম। এবিষয়ে মেয়েটির বাবা বাদী হয়ে গত বছরের ৩১ মে সাদুল্লাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। সেই থেকে উভয়ে আত্মগোপনে ছিলেন।
এর একপর্যায়ে থানার উপপুলিশ পরিদর্শক ( এসআই) তরিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীও ফোঁসসহ চট্টগ্রামে অভিযান পরিচালনা করেন। স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে রোববার (৭ মে) ভোরবেলা মহানগরের পতেঙ্গা এলাকা থেকে দীর্ঘ ১১ মাস পর পলাতক অপহরণ মামলার আসামি অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ পবিত্র কুমার বলেন, গ্রেফতারকৃত আসামি রবিউল ইসলামকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে ও উদ্ধারকৃত ভিকটিমকে তার বাবার জিম্মায় দেওয়া হয়।