ঢাকা১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলনার পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তকে আর্থিক সহয়তা প্রদান

বার্তা বিভাগ
মে ৮, ২০২৩ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা)প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামের ক্ষতিগ্রস্ত নিমাই রায় ও সুধা রায় পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সহয়তার চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু এবং উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। 

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি সদস্য পলাশ কান্তি রায় ও সিএ কৃষ্ণপদ মন্ডল’সহ উপকারভোগীরা। জানা গেছে গত বছর ১ লা নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ৯টায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে অগ্নিকাণ্ডে দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামের নিমাই রায় ও সুধা রায় এর পরিবারের একমাত্র বসত ঘর ভষ্মীভূত হয়ে যায়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন আমরা উপজেলার বিভিন্ন জায়গার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সম্ভাব্য পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com