ঢাকা২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাইকগাছা উপজেলায় চলমান এসএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে- ইউএনও মমতাজ বেগম

বার্তা বিভাগ
মে ৭, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

এম জালাল উদ্দীন, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন কেন্দ্রে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দেওয়ার লক্ষে খোঁজ খবর নিতে ছুটে চলেছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

জানা যায়, পাইকগাছা উপজেলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষায়, ৭টি কেন্দ্র ২ মাদ্রাসা কেন্দ্র ৩ টি ভেন্যু কেন্দ্র ও ১ টি ভোকেশনাল কেন্দ্রে মোট ৩ হাজার ১২১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তার-ই ধারাবাহিকতায় পরীক্ষার্থীদের সুন্দর ও সুস্থ পরিবেশে পরীক্ষা দেওয়ার লক্ষ্যে রবিবার সকাল ১১ টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৩৯০ নং কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্র সচিব মোঃ খায়রুল ইসলাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সহকারী কেন্দ্র সচিব এম এম মতিউর রহমান, হল সুপার মোহাম্মদ আবদুল আউয়াল, মোহাম্মদ কাজল, সুমন কুমার ঘোষ, ও আনসার সদস্য মোঃ জহিরুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com