ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোবাইলসহ চার পরিক্ষার্থী বহিষ্কার

বার্তা বিভাগ
মে ৭, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

আরফিনুল ইসলাম, জেলা প্রতিনিধি – নীলফামারী:

নীলফামারীর ডিমলা উপজেলায় পরীক্ষা চলাকালীন নকল ও মোবাইল ফোন ব্যবহারের কারণে দিনাজপুর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাবোর্ডের চারজন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। রবিবার (৭ মে) ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে তাদের বহিস্কার করা হয়।

ডিমলা উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে নকল করার সময় হাতে নাতে এক শিক্ষার্থীকে ধরে ফেলেন ইউএনও। এতে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন, ডিমলা উচ্চ বিদ্যালয়ের ২জন, জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের ১জন ও ডিমলা রানী বৃন্দা রানী উচ্চ বিদ্যালয়ের ১ জন। রবিবার বিকেলে ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সচিব নারায়ন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ইংরেজি দ্বিতীয় পরিক্ষা ছিল এই পরিক্ষা চলাকালে নকল ও মোবাইল ফোন ব্যবহারের কারণে ৪ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য, এবার কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে ৮৯২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করার কথা থাকলেও ১১ জন অনুপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন জানান- নকল করার অপরাধে আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে থেকে ৩ প্রতিষ্ঠানের ৪ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com