তাপস মজুমদার (কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালিগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ হাফিজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ মে) রাত ৯টার দিকে উপজেলার কদমতলা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হাফিজুল ইসলাম উপজেলার রতনপুর ইউনিয়নের চুনাখালি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
থানা সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান(পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল জনাব মোঃ আমিনুর রহমান স্যারের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জনাব মোঃ মামুন রহমান এর নেতৃত্বে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯ টার দিকে এএসআই সাইমন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কদমতলা বাজার সংলগ্ন এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করতঃ উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।