আল আমিন খোকন, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলায় গোসল করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবলু শেখ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাবলু শেখ ওই গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে। বাবলু শেখের ছোট ভাই কামাল শেখ জানান, নিজ বাড়ির বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার ভাই গোসলখানায় পড়ে যান। পরে টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহীদ ওহাবপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভুঁইয়া ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com