মোঃ শাজু রহমান,ভান্ডারিয়া প্রতিনিধি:
ভাণ্ডারিয়ায় বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে গণমাধ্যমকর্মীরা। বুধবার (৩ মে) সকালে ভাণ্ডারিয়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর হতে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে, প্রেসক্লাব নির্মানাধীন ভবনের হলরুমে সাংবাদিক রিয়াজ মাহমুদ মিঠুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভান্ডারিয়া প্রেস ক্লাবের সাধারন সপাদক, সাংবাদিক শফিকুল ইসলাম মিলন, দেবদাস মজুমদার, মো. ছগির হোসেন, শামসুল ইসলাম ও মো. তরিকুল ইসলাম,আমিরুল ইসলাম প্রমূখ। এ সময় স্থানীয় কর্মরত গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি, সাংবাদিক নির্যাতন বন্ধ, সকল গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করণের দাবি জানানো হয়।