ঢাকা৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদী শিবপুরে ধান কেটে ঘরে তুলে দিলেন স্থানীয় নেতৃবৃন্দ

বার্তা বিভাগ
মে ৬, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

নাসিম আহমেদ, শিবপুর প্রতিনিধি:

শ্রমিক সংকটের কারণে দরিদ্র কৃষকের দুই বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন-নরসিংদী জেলার শিবপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, শিবপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।

শনিবার সকাল ৯ ঘটিকা হইতে বাঘাব ইউনিয়নের বাঘাব গ্রামের কাজল মিয়ার ও সদু ভূইয়ার দুই বিঘ ধান কেটে দেন নেতাকর্মীরা। ধান কাটা ও মাড়াই-এ অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাংগঠনিক জননেতা কৃষিবিদ আ ফ ম মাহাবুবুল হাসান মাহবুব।

এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সোহানা, সাধারণ সম্পাদক দিনার, ইফতেখার উদ্দিন খান নিপুন-সাংগঠনিক সম্পাদক নরসিংদী জেলা যুবলীগ, রিসাদুল ইসলাম খান রাজন-সাবেক সাংগঠনিক সম্পাদক নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগ, মোশারফ হোসেন ভূঁইয়া- সহ দপ্তর সম্পাদক শিবপুর উপজেলা আওয়ামী লীগ, হাফিজ আহমেদ সরকার-সভাপতি শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, রিপন ভূঁইয়া সহ-সভাপতি বাঘাবা ইউনিয়ন আওয়ামী লীগ, জামাল উদ্দিন সরকার সিনিয়র সহ-সভাপতি কৃষক লীগ শিবপুর উপজেলা।

আরও উপস্থিত ছিলেন, জাহিদুল শেখ কাউসার- সভাপতি আওয়ামী মৎস্যজীবী, শাকিল আহমেদ- সাধারণ সম্পাদক আওয়ামী মৎস্যজীবী, জাকির হোসেন- সভাপতি শিবপুর পৌরসভা মৎস্যজীবী লীগ, মুন্না মৌশান- সাধারণ সম্পাদক শিবপুর পৌরসভা আওয়ামী মৎস্যজীবী লীগ, ফেরদৌস আহাম্মেদ সরকার- সাবেক সাধারণ সম্পাদক শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ ছাত্রলীগ, ফাজায়েল ভূঁইয়া- সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা ছাত্রলীগ, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]