ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

বার্তা বিভাগ
মে ৬, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারনা করে মিল থেকে চাল নিয়ে পালানো চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গোবিন্দগঞ্জ থানার মহিমাগঞ্জ ইউনিয়ন এর বোচাদহ গ্রামের বাহারউদ্দিনের পুত্র ওয়াসিম প্রধান ও আতাউর রহমানের পুত্র রিয়াদ মিয়া। অপর আসামি সাঘাটা থানার অনন্তপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের পুত্র হাফিজার রহমান।

শুক্রবার (৫ মে) বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ওই তিনজনকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মহিমাগঞ্জ ও বোনারপাড়া এলাকা হতে ৩০ বস্তা চাল ও অটোভ্যান সহ তাদের আটক করা হয়। এর আগে তারা উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকার একাব্বর আলীর চাউল মিলের ক্রেতা সেজে নগদ টাকায় চাউল কেনার কথা বলে। তারা মিল থেকে ৩৬ বস্তা চাল নিয়ে অটোভ্যানে রওনা হয়ে মহিমাগঞ্জ বাজারে পৌঁছে। সেখানে ভ্যান বদল করে ভ্যানচালককে বোকা বানিয়ে ৩০ বস্তা চাল নিয়ে কৌশলে পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের নেতৃত্বে এসআই প্রলয় কুমার বর্মা, এএসআই সেলিম ও এএসআই কুদ্দুস এই অভিযান পরিচালনা করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রতারণা মামলা রেকর্ড করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]