ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় ৯০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

বার্তা বিভাগ
মে ৫, ২০২৩ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
ঢাকা – রংপুর মহাসড়কে সন্দেহ ভাজন দূরপাল্লার যাত্রীবাহীবাসে নিয়মিত তল্লাসী অভিযানে ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন এর নির্দেশনা মোতাবেক পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে এসআই রাজু ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় পলাশবাড়ী পৌর শহরের বাঁশকাটা এলাকার ব্রাক মোড়ে রংপুর – ঢাকা মহাসড়কে গাড়ী তল্লাসীকালে যাত্রীবাহী বাস আলম এন্টারপ্রাইজ (রেজিঃ ঢাকা-মেট্রো -ব-১৪-৫৬৮১) হতে যাত্রী ছদ্মবেশী মাদকারবারি সোহেল রানা ওরফে সাব্বির ওরফে রাসেল (২৮) ও রবিউল ইসলাম (২৩) কে ৯০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সোহেল রানা ওরফে সাব্বির ওরফে রাসেল (২৮) ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা এলাকার মারাধার গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে, রবিউল ইসলাম (২৩) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
(ছবিসংযুক্ত)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]