ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানীর স্বামী আর নেই

বার্তা বিভাগ
মে ৫, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার(কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধি:

কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষের স্বামী বিদ্যুৎ ঘোষ পরলোক গমন করেছেন।

তিনি উপজেলার ধলবাড়িয়া গ্রামের মৃত কালি কৃষ্ণ ঘোষের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন তিনি। হঠাৎ শুক্রবার (৫ মে) ভোর ৪টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষের স্বামী বিদ্যুৎ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাঈদ মেহেদী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ নাজমুল আহসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]